
মধ্যরাতে সাভারের আশুলিয়ায় জিরানী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জিরানী বাসস্ট্যান্ডে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাবিবুর রহমান।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাবিবুর রহমান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে রাত ১২টা ৫০ মিনিটে আশুলিয়া জিরানী বাজারে কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। এসময় ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।