ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে জিপিএ-৫ অর্জনে এগিয়ে সরকারি কলেজগুলো

মুন্সীগঞ্জে জিপিএ-৫ অর্জনে এগিয়ে সরকারি কলেজগুলো

মুন্সীগঞ্জে এ বছর জিপিএ-৫ অর্জনে এগিয়ে রয়েছে সরকারি কলেজগুলো। জেলার মধ্যে সরকারি হরগঙ্গা কলেজ শীর্ষে রয়েছে। কলেজটির বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে ৩০ জন।

এছাড়া লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ, শ্রীনগর সরকারি কলেজ, মালখানগর কলেজ এবং প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজও এ বছর উল্লেখযোগ্য ফলাফল করেছে।

বিজ্ঞান বিভাগে সর্বাধিক ৬০ জন, মানবিক বিভাগে ৪৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

শিক্ষা বোর্ডের হিসাব অনুযায়ী, এ বছর মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। মোট ৪ হাজার ২৭৫ জন পরীক্ষার্থী মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে, যার মধ্যে পাস করেছে ২ হাজার ৮৮৭ জন এবং অকৃতকার্য হয়েছে ১ হাজার ৩৮৮ জন। জিপিএ-৫ অর্জন করেছে ৪৩ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেয় ২ হাজার ৮৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৬৫৪ জন এবং অকৃতকার্য হয়েছে ৪২৯ জন। এ বিভাগ থেকে মোট ৩৭ জন জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে বিজ্ঞান বিভাগে মোট ৮১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭১৫ জন এবং অকৃতকার্য হয়েছে ৯৮ জন। সর্বাধিক ৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে এই বিভাগ থেকেই।

সব মিলিয়ে তিনটি বিভাগে মোট ৭ হাজার ১৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ৫৬৮ জন পাস করেছে এবং ১ হাজার ৬০৩ জন অকৃতকার্য হয়েছে।

সরকারি কলেজ,জিপিএ-৫ অর্জন,মুন্সীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত