
রংপুর জেলা মোটর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে নবীন-প্রবীণ মটর শ্রমিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রবীণ মোটর শ্রমিক নেতা মোফাজ্জল হোসেন সোণার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শ্রমিক নেতা মুকুল মিয়া, শিরু ড্রাইভার, শহিদুল ইসলাম, মোহাম্মদ শাহজাদা, আলম কন্ট্রাকটর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় শ্রমিক নেতারা বলেন, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নে একটি নিরপেক্ষ নির্দলীয় সাধারণ সভার মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠনের বিষয়ে গুরুত্ব আরোপ করে তা বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।
সভায় শ্রমিক নেতা মোটর শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মুকুল মিয়া বলেন, সাধারণ মোটর শ্রমিকরা দীর্ঘদিন ধরে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নে একটি নিরপেক্ষ নির্দলীয় সাধারণ সভার আয়োজন করার মাধ্যমে তাগাদা ও আন্দোলন করে আসছে। এ লক্ষ্যেই আজকের এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল রোববার রংপুর জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হবে।
মতবিনিময় সভায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নে একটি নিরপেক্ষ নির্দলীয় সাধারণ সভার মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।