ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পীরগঞ্জে অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

পীরগঞ্জে অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

রংপুরের পীরগঞ্জে অ্যানথ্রাক্স উপসর্গের রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার সকালে বর্ণিত রোগের উপসর্গের পাঁচজন রোগী এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে তাদের চিকিৎসা সেবা দেয়া হয়। সে সঙ্গে আক্রান্ত রোগের নমুনা পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ইতোমধ্যে রামনাথপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের আশুরা বেওয়া (৬৫), রবিউল ইসলাম (৫৫), শহীদ মিয়া (২৩), শরিফ মিয়া (২২) ও খাসা মিয়া (৫২) শিল্পী খাতুন (২৮), আল মামুন মিয়া (১৬), খোরশেদ আলী (২৫) ও চেরাগপুর গ্রামের রওহাবুল মিয়া (৩২) প্রাথমিকভাবে আ্যনথ্রাক্সে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে এবং তাদের অনেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা (এম.এস) গণমাধ্যমকে বলেন, অ্যানথ্রাক্স রোগ হয় 'ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়ার কারণে, যা সাধারণত সংক্রামিত প্রাণী বা তাদের দূষিত পণ্য (যেমন পশম, চামড়া) থেকে মানুষের দেহে ছড়ায়।

অ্যানথ্রাক্স ছোঁয়াচে রোগ নয়; এটি সাধারণত মানুষের থেকে মানুষের মধ্যে সহজে ছড়ায় না, তবে সংক্রামিত প্রাণীর সংস্পর্শে আসা বা এর মাংস খাওয়ার মাধ্যমে ছড়াতে পারে বলেও জানান তিনি।

পীরগঞ্জ,অ্যানথ্রাক্স,শনাক্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত