ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ১১ লাখ টন

রংপুরে শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ১১ লাখ টন

চলতি রবি মৌসুমে রংপুর কৃষি অঞ্চলের পাঁচ জেলায় ৪২ হাজার ১৩০ হেক্টর জমিতে ১১ লাখ ১৯ হাজার ৮৯৩ টন শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে আমন ধান কাটার সময় পুরোদমে শীতকালীন সবজি চাষ শুরু হবে।

গত বছর রবি মৌসুমে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী—এই পাঁচ জেলায় মোট ৩৯ হাজার ৭৪২ হেক্টর জমিতে ১০ লাখ ৩৯ হাজার ৬৯৯ টন শীতকালীন সবজি উৎপাদন করেছিলেন কৃষকরা।

চলতি মৌসুমে রংপুর বিভাগে শীতকালীন সবজি চাষে সরকার ইতোমধ্যে বিশেষ প্রণোদনা, উচ্চফলনশীল বীজ ও সার বিতরণসহ নানা উদ্যোগ নিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কৃষকদের মানসম্মত বীজ, কৃষি উপকরণ ও কারিগরি সহায়তা দেবে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংক ও কয়েকটি এনজিও সহজ শর্তে কৃষিঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে, যাতে শীতকালীন সবজি চাষ কর্মসূচি সফল হয়।

কৃষিবিদ ড. মো. মামুনুর রশিদ বলেন, “চলতি মৌসুমে কৃষকরা আগের তুলনায় আরও বেশি জমিতে শীতকালীন সবজি চাষ করবেন বলে আশা করা হচ্ছে।”

তিনি জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর নিম্নাঞ্চল ও চরাঞ্চলের কৃষকরা আগাম জাতের শীতকালীন সবজি চাষ শুরু করেছেন। এর ফলে পরিবর্তিত জলবায়ু পরিস্থিতির সঙ্গে মানিয়ে তৈরি হওয়া নতুন আবাদ ব্যবস্থায় এসব আগাম জাতের সবজি ইতোমধ্যে স্থানীয় বাজারে আসতে শুরু করেছে।

রংপুরের রাণীপুকুর গ্রামের কৃষক নূর আলম, মোহাম্মদ আলী, আজিজুর রহমান, নারায়ণ চন্দ্র ও আফজাল হোসেন জানান, তারা আমন ধানের স্বল্পমেয়াদি জাত কেটে আগাম শীতকালীন সবজির বীজ বপন করেছেন।

কুড়িগ্রামের সাতভিটা গ্রামের আব্দুর রহমান ও সাইফুল ইসলাম এবং নয়াগ্রামের মাহবুবুর রহমান ও আবু বকরও জানান, তারা বন্যার পানি নামার পর আগাম জাতের শীতকালীন সবজি চাষ করেছেন। কৃষকরা আশা প্রকাশ করেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে তারা আগাম মৌসুমি সবজি তুলতে পারবেন এবং এতে অধিক মুনাফা অর্জন করবেন।

রংপুর অঞ্চলের ডিএই-এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে ভালো উৎপাদন ও ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকরা শীতকালীন সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন।”

তিনি বলেন, “আমন ধান কাটার পর কৃষকরা ইতোমধ্যে ৫ হাজার ৫৬৫ হেক্টর জমিতে শীতকালীন সবজির বীজ বপন সম্পন্ন করেছেন। আগামী মাস থেকেই আগাম জাতের সবজি তোলার কাজ শুরু হবে। এতে কৃষকরা বেশি লাভবান হবেন।”

তিনি আরও জানান, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে অঞ্চলে ঐতিহ্যবাহী আমন ধান কাটার সময় পুরোদমে শীতকালীন সবজি চাষ শুরু হবে।

১১ লাখ টন,সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত