ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুর র‌্যাবের অভিযানে এস্কাফ ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রংপুর র‌্যাবের অভিযানে এস্কাফ ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রংপুর র‌্যাব-১৩ এর অভিযানে ৬৩৭ বোতল এস্কাফ (ঊঝকঁভ) ও ৪.১৫০ কেজি গাঁজা জব্দসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাদক নির্মূলে র‌্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং তারই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকালে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ভেলাগুড়ী ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামে অভিযান পরিচালনা করে।

এসময় জনৈক মো. মশিউর রহমান (২২)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের খাটের নিচে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৬৩৭ বোতল এস্কাফ ও ৪.১৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে মাদক ব্যবসায়ী মো. মশিউর রহমান (২২), পিতা মো. আইয়ুব আলী, সাং পূর্ব কাদমা, ডাকঘর ভেলাগুড়ী, থানা হাতিবান্ধা, জেলা লালমনিরহাট—কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত মশিউর রহমান অত্যন্ত কৌশলে ফেনসিডিল, এস্কাফ, গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিলেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক ব্যবসায়ী আটক,রংপুর র‌্যাবের অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত