
রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল খালিশা সেন্ট জনসদৃশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল অফ ঢাকার উদ্যোগে উরাও, সাঁওতাল, মাহালি ও মালপাহাড়ি উপজাতি জনগোষ্ঠীর মাঝে দিনব্যাপী বিভিন্ন সেবা কার্যক্রম প্রদান করা হয়েছে।
বুধবার এ সেবা কার্যক্রমে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সহ লায়ন্স ক্লাবের কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত এই সেবা কার্যক্রমে ডায়াবেটিস ও দন্ত চিকিৎসা সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ, বৃক্ষরোপণ, শিক্ষা উপকরণ, খাদ্য ও বস্ত্র বিতরণ সহ ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। এছাড়া, স্থানীয় যুব সমাজের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। সকল কর্মকান্ডে এলাকাবাসীর মাঝে ছিল বেশ আনন্দ ও উৎসবের আমেজ।
এ সকল কার্যক্রমে উপস্থিত থেকে সাইফুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, “মানুষ মানুষের জন্য। তাই মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে থাকা একটা মহৎ উদ্যোগ। এর মাধ্যমে মানুষের একটি বিশেষ শ্রেণী উপকৃত হয়। তাই এ ধরনের উদ্যোগ অব্যহত রাখা প্রয়োজন।”
এদিকে, লায়ন্স ক্লাব কর্তৃপক্ষ জানায় তারা পরবর্তিতে পীরগঞ্জসহ বিভিন্ন স্থানে এ সেবামূলক কর্মকান্ড অব্যহত রাখবেন।