ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটিয়ার ছেলে রাকিবের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটিয়ার ছেলে রাকিবের মৃত্যু

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় রাকিব হাসান (২৮) নামের পটিয়ার এক ছেলের মৃত্যু হয়েছে।

রোববার সৌদি আরবের জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত রাকিব চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের হিলচিয়া ৭ ওয়ার্ডের চামুদরিয়া বাজারের মৃত নাসির উদ্দিনের ছেলে।

জানা যায়, রাকিব সৌদি আরবের জেদ্দা শহরে ড্রাইভিং-এর কাজ করতেন। রোববার (২ নভেম্বর) জেদ্দা শহর এলাকায় গাড়ি চালানোর সময় তিনি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ফরহাদুল ইসলাম খান জুয়েল বলেন, রাকিব দুই বছর আগে সৌদি আরবে তার পিতার সঙ্গে কর্মস্থলে যোগ দেন। বিদেশে যাওয়ার কিছুদিন পরই তার বাবা নাসির উদ্দিন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন। রাকিবের অকাল মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি শোভনদণ্ডীতে বন্ধু-বান্ধব, পরিবার-আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও প্রবাসী সহকর্মীরা তার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সৌদি আরব,সড়ক দুর্ঘটনা,পটিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত