
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবির খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আয়োজনে স্থায়ী ক্যাম্পাসের খেলার মাঠে সোমবার বিকেলে অর্থনীতি বিভাগ ও বাংলা বিভাগের মধ্যে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ খেলায় দুই দলই ১-১ গোলে সমতা পায় এবং টাইব্রেকারে বাংলা বিভাগ জয় লাভ করে।
টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা বাংলা বিভাগের বদিউজ্জামান সেতু, ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বাংলা বিভাগের আহসান হাবীব এবং ম্যান অব দ্য ম্যাচ ও সেরা গোলকিপার নির্বাচিত হন বাংলা বিভাগের লিখন বিশ্বাস।
উল্লেখ্য, রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদারের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের শিক্ষার্থীরা আলাদাভাবে পাঁচটি টিমে খেলায় অংশগ্রহণ করে।
এ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবির ভিসি প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া।
তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রম থাকা দরকার। আমরা সে বিষয়ে গুরুত্ব দিয়েছি। রবির স্থায়ী ক্যাম্পাস স্থাপন প্রকল্প একনেক সভায় অনুমোদিত হওয়ায় রবির জন্য নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ইতোমধ্যে মাঠের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীরা তাদের স্থায়ী ক্যাম্পাসের মাঠে খেলাধুলা করায় আমরা আনন্দিত।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি আসলাম আলী, রবির প্রক্টর (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম, খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক জাবেদ ইকবাল প্রমুখ।
এ খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলসহ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।