ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: ব্যারিস্টার খোকন

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: ব্যারিস্টার খোকন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী বার কাউন্সিলর সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বেগম জিয়া ও তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপির আদর্শের রাজনীতি করে। আমিও প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না, আমাকে যাদের নির্দেশে ১৮ সালে গুলি করা হয়েছে। অনেকই আমাকে বলছে মামলা করার জন্য, কিন্তু প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস আমি মামলা করেনি, আল্লাহর কাছে বিচার দিলাম।

শনিবার সন্ধ্যায় চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলে।

ব্যারিস্টার খোকন বলেন, দেশে যে অস্থিরতা, যে অস্বস্তি, যে ভয় ভীতির পরিবেশ তৈরি হয়েছে তার মূল কারণ সন্ত্রাস ও চাঁদাবাজির ভয়াবহ বিস্তার। জনগণ আজ নিরাপত্তাহীন, ব্যবসায়ীরা অবরুদ্ধ, সাধারণ মানুষ ঘরে বাইরে আতঙ্কে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেনি এ অন্তবর্তীকালীন সরকার। এ জন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দরকার। এ সরকারের উচিত হবে যথা সময়ে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। দেশের মানুষ চায় শান্তি, মানুষ চায় নিরাপদ পরিবেশ, ব্যবসা করতে চায় স্বাভাবিকভাবে, ভোট দিতে চায় নির্ভয়ে।

তিনি বলেন, দেশের অর্থনীতি যেমন ক্রমে দুর্বল হচ্ছে, তেমনি সামাজিক কাঠামোও ভেঙে পড়ছে। অপরাধীরা যতদিন রাজনৈতিক ছায়া পাবে, ততদিন মানুষ শান্তিতে থাকবে না।

প্রশাসনের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের রঙ দেখে বিচার করবেন না। যে অপরাধ করবে সে অপরাধী, সে যেই দলেরই হোক। পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে দিন, প্রশাসনকে দলীয় স্বার্থের বাইরে আসতে দিন। দেশের জন্য, জনগণের জন্য, ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করতে হবে।

যেকোনো দলের লোক চাটখিল, সোনাইমুড়ী উপজেলায় ইয়াবা, মাদক, চাঁদাবাজি করলে—তা বন্ধ না করতে পারলে চাকরি ছেড়ে বা বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার আহ্বান জানান তিনি।

খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন খোকনের সভাপতিত্বে সাবেক সম্পাদক জালাল আহমেদ পরিচালনায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, উপজেলা সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, যুগ্ম আহ্বায়ক শাহাজাহান রানা, আলাউদ্দিন ভূঁইয়া, এহসানুল হক মাসুদ, আনিস হানিফ, বাবর, বাবু প্রমুখ।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,বিএনপি,প্রতিহিংসা,রাজনীতি,চাটখিল,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত