ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মনোনীত প্রার্থীর বিরোধীতা না করে পুনর্বিবেচনার আবেদন করুন: হাবিব

মনোনীত প্রার্থীর বিরোধীতা না করে পুনর্বিবেচনার আবেদন করুন: হাবিব

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব নির্বাচনের কার্যক্রম পরিচালনা অফিস আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যেই এ কার্যালয় কার্যক্রম শুরু করল বলে জানান তিনি।

রোববার সন্ধ্যায় ঈশ্বরদী পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনের কার্যক্রম পরিচালনা অফিস আনুষ্ঠানিক উদ্বোধন ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

হাবিবুর রহমান হাবিব বলেন, বিক্ষোভ মিছিল, মশাল মিছিল না করে ধানের শীষের মনোনীত প্রার্থীর বিরোধীতা না করে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের কাছে পুনর্বিবেচনার জন্য আবেদন করেন। দল যদি মনে করে, আমার নেতা তারেক রহমান যদি বলেন, আপনার থেকে যাকে মনোনয়ন দিয়েছি সে বেশি জনপ্রিয়, আমি প্রথমে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিবো এবং আমার সাথে হাজার হাজার লোক নিয়ে তার পক্ষে ধানের শীষের বিজয়ী করতে নির্বাচন করবো। তাই আসুন আমরা সকলে দেশের স্বার্থে, দলের স্বার্থে মিলে মিশে কাজ করি। আর যদি কোনো ষড়যন্ত্রের কারণে এবার ধানের শীষ হেরে যায়, তাহলে হাবিবুর রহমান হাবিব হেরে যাবে না, চিরদিনের জন্য ঈশ্বরদী-আটঘরিয়ায় ধানের শীষ হারিয়ে যাবে। আর কোনোদিন ধানের শীষ জয়লাভ করতে পারবে না।

তিনি আরও বলেন “সকলে মিলে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঈশ্বরদী-আটঘরিয়ার উন্নয়নের বার্তা নিয়ে মানুষকে ধানের শীষের প্রতিশ্রুতি পৌঁছে দিতে হবে। আমরা নির্বাচনের ট্রেনে উঠে পড়েছি। এখন আমাদের দায়িত্ব মানুষের ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া। আমরা যদি মনে প্রাণে কাজ করি নিশ্চিতভাবে আমরা ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করব।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মো. মকলেছুর রহমান বাবলু।

৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামাল আহমেদ মালিথার সভাপতিত্বে ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং সর্বশেষ ঈশ্বরদী পৌরসভার বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম নয়ন-এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম তুহিন।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতিক, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মিজান, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদল নেতা আল-আমিন হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে দলীয় নেতাকর্মীরা আগত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মনোনীত প্রার্থী,পুনর্বিবেচনা,হাবিব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত