
সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেজমেন্টস সাপোর্ট (ইয়েস) পটিয়ার উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) পটিয়া পাইরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনাক পটিয়ার সহ-সভাপতি শীলা দাশ।
ইয়েস দলনেতা নিলয় বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাইরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আকতার, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক আয়েশা খায়রুন্নেছা, ফারহানা আকতার, সবিতা দাশ, সাবেক ইয়েস দলনেতা ইয়াছমিন আকতার, এসিজি সমন্বয়ক জোবাইদা সুলতানা, সহ-সমন্বয়ক হাবীবা সুলতানা, আবদুল্লাহ বিন ছাবেত।
কর্মসূচি আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়েস সদস্য মেহনাজ সুলতানা, চন্দ্রা চক্রবর্তী, ইসরাত জাহান ইশপা, এসিজি সদস্য মিনহাজ উদ্দীন রিয়াদ, শাহিদা সুলতানা, রেহনুমা জান্নাত মাহী ও শানজু আকতার।
প্রধান অতিথির বক্তব্যে সনাক সহ-সভাপতি শীলা দাশ বলেন, শিশুদের মানসিক বিকাশের জন্য পাঠ্যসূচির পড়ালেখার পাশাপাশি অনুপ্রেরণাদায়ক কর্মসূচি আয়োজন করা হলে শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে পাঠ গ্রহণ করে এবং মানসিক বিকাশের সুযোগ পায়। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে।
এই ধরনের কর্মসূচি বিদ্যালয়ে নিয়মিত আয়োজন করা হলে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা তৈরি হবে, যা ভবিষ্যতে দেশপ্রেমিক ও মেধাবী প্রজন্ম তৈরিতে সহায়ক হবে।
পাইরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক সহায়তায় এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ প্রতিযোগিতা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়। বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির মোট ৬৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
মূল্যায়ন শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি শীলা দাশ।