
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. খোকন হোসেন-এর সভাপতিত্বে প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন সাটুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. ইউসুফ হোসেন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আতাউর রহমান, সাটুরিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মজিবুর রহমান-সহ আরো অনেকে।
মেলায় ৩০টি স্টলে দেশি-বিদেশি শৌখিন ও বাণিজ্যিকভাবে পালিত বিভিন্ন পশুপাখি নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী দেখতে ভিড় জমায় এলাকাবাসী।