অনলাইন সংস্করণ
১৪:০৮, ৩০ নভেম্বর, ২০২৫
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া গুরুত্বর আহত হয়েছেন আরও একজন।
রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন– আলতাফ হোসেন (৫০), এরশাদ (৩৫) ও কুলসুম বেগম (৫০)।
ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে ১৬ শতক জমি নিয়ে চাচাতো ভাই নুর মোহাম্মদ মানিক উল্যা এবং আলতাফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকাল ১১টার দিকে ওই জমিতে পাকা ধান কাটতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনাস্থলেই নুর মোহাম্মদের পক্ষের এরশাদ ও কুলসুম মারা যান। আর গুরুতর আহত অবস্থায় আলতাফ হোসেনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।