ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

রংপুরে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

রংপুরে সুশাসনের জন্য নাগরিক-সুজনের উদ্যোগে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে নগরীর একটি হোটেল মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু।

বক্তব্য রাখেন মহানগর সুজনের সভাপতি অ্যাড. জোবাইদুল ইসলাম বুলেট, সাধারণ সম্পাদক সাজ্জাদ হায়দার স্বাধীন, দি হাঙ্গার প্রজেক্টের রংপুর অঞ্চল সমন্বয়কারী রাজেশ দে রাজু, সুজনের জেলা সাধারণ সম্পাদক নাসিমা আমিন, মহানগরের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুকসহ অন্যরা।

বক্তারা বলেন, দেশে স্বৈরাচারী শাসনব্যবস্থা রুখতে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন জরুরি। জুলাই গণঅভ্যুত্থানের পর কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো দৃশ্যমান হয়ে উঠেনি। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া শুধু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক ঐকমত্য ও আস্থার সংকট সৃষ্টি হলে দেশে আবার পুরোনো শাসন ব্যবস্থার প্রবর্তন হওয়ার সম্ভাবনা থেকে যাবে।

বৈঠকে সুজনের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধিসহ পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

রংপুর,গোল টেবিল বৈঠক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত