ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আশাশুনিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আশাশুনিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার আশাশুনিতে দোয়া মাহফিল ও আল্লাহর রাস্তায় জানের ছদকাহ হিসেবে খাসি ছাগল কোরবানি করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বাদ আছর উপজেলার গুনাকারকাটি পীর সাহেবের দরগা শরিফ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওই দোয়া মাহফিল ও পশু কোরবানির আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন।

দোয়া মাহফিলে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন, যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল ছোট, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক তুহিনউল্লাহ তুহিন, আশাশুনি উপজেলা যুবদলের সাবেক সভাপতি বজলুর রহমান প্রমুখ।

এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী আলাউদ্দীন নিজেই দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।

তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের উন্নয়ন ও উৎপাদনের রূপকার, সুজলা-সুফলা বাংলাদেশ গড়ার রূপকার বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি আছেন। তার সুস্থতা কামনার জন্য আল্লাহর রাস্তায় জানের ছদকাহ হিসেবে আমরা এই হাফিজিয়াখানার এতিম বাচ্চাদের জন্য খাসি ছাগল কোরবানি করছি। মহান আল্লাহ তা’য়ালা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করুন।

আশাশুনি,খালেদা জিয়া,দোয়া মাহফিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত