ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাঁচদিনের সফরে নিজ সংসদীয় আসনে সালাহউদ্দিন আহমেদ

পাঁচদিনের সফরে নিজ সংসদীয় আসনে সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-০১ আসনের দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ নির্বাচনী গণসংযোগে অংশ নিতে পাঁচদিনের সফরে কক্সবাজার এসেছেন।

মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা থেকে বিমান যোগে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

বিমানবন্দরে তিনি আধা ঘণ্টার বেশি সময় অবস্থান করেন। পরে সফরের প্রথমদিনের পূর্বনির্ধারিত নির্বাচনী গণসংযোগ ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে চকরিয়া উপজেলার খুটাখালীর উদ্দেশে রওনা দেন।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, সফরের প্রথমদিনে খুটাখালী পৌঁছে মরহুম পীর হাফেজ আব্দুল হাই-এর কবর জিয়ারতের মাধ্যমে দুপুর দেড়টা পর্যন্ত সালাহউদ্দিন আহমেদ নির্বাচনী গণসংযোগ শুরু করবেন। এরপর তিনি খুটাখালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করবেন।

পরে খুটাখালী ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় অংশ নেবেন।

খুটাখালীতে গণসংযোগ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ ডুলাহাজারা ইউনিয়নের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।

দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত ডুলাহাজারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাগলিরছড়া এলাকায় সনাতন সম্প্রদায়ের মানুষের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর ইউনিয়নের ২, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও গণসংযোগে অংশ নেবেন।

সন্ধ্যা ৬টায় ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

প্রথমদিনের নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা শেষে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ পেকুয়া উপজেলাস্থ নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তিনি চকরিয়া ও পেকুয়া উপজেলা জুড়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

সালাহউদ্দিন আহমেদ,নিজ সংসদীয় আসন,পাঁচদিনের সফর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত