ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

হাজীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে রামপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন এই দোয়ার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার উল্লাহ পাটোয়ারী।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা (স্বপন)।

মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রামপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইব্রাহীম।

এদিন অত্র ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সব মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়ায় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিকদল ও ওলামা দলের সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জ,খালেদা জিয়া,রোগমুক্তি,মিলাদ ও দোয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত