ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

সিরাজগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিরাজগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা শহরের ইসলামিয়া কলেজ মসজিদে এ দোয়া করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এ সময় তিনি সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুই হাত তুলে মহান রাব্বুল আলামিনের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, ভিপি শামীম, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম প্রমুখ।

এছাড়া জেলা উপজেলার বিভিন্ন স্থানে মসজিদে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ,খালেদা জিয়া,দোয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত