
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও জিরাসহ একটি গাড়ি জব্দ করেছে। যার মোট মূল্য প্রায় ৬৮ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
এর আগে, সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে।
এ সময় একটি মাছ পরিবহনের ট্রাক আসতে দেখলে সংকেত দিয়ে থামানো হয়। পরে ট্রাকটি তল্লাশি করে গাড়িভর্তি মাছের খাদ্য ও সরিষার খৈলের বস্তা দেখে সন্দেহ হয়। পরে সব বস্তা নামিয়ে ট্রাকের ভেতরে অভিনব কায়দায় সরিষার খৈলভর্তি বস্তার নিচে লুকানো অবস্থায় ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
একইভাবে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে।
এ সময় টহলদলের কাছাকাছি আসলে একটি কাভার্ড ভ্যানকে সংকেত দিয়ে থামানো হয়। কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স দেখতে পাওয়া যায়। মালামাল ও গাড়ির বৈধ কোনো কাগজপত্র না থাকায় টহলদল ভারতীয় কসমেটিক্সসহ গাড়িটি জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত পণ্য ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।