ঢাকা রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

পীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা

পীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা

রংপুরের পীরগঞ্জে সংবাদকর্মীদের সঙ্গে শিশুশ্রম ও বাল্য বিবাহ প্রতিরোধে এক মতবিনিময় সভা করেছে ওয়ার্ল্ড ভিশন।

রোববার (২১ ডিসেম্বর) পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শুভেচ্ছা ও প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলার ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সুজিত কস্তা।

এতে আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার আব্রাহাম হাঁসদা, রংপুর এপিসিও এর সিনিয়র ম্যানেজার উত্তম দাস, পীরগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বখতিয়ার রহমান, অমিতাব বর্মন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনজারুল হক, দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম মিলন, প্রেসক্লাবের সদস্য আখতারুজ্জামান রানা, হাসান আলী, আব্দুল হাকিম প্রমুখ।

ওয়ার্ল্ড ভিশন পীরগঞ্জ এর সিএস লিটন মার্ক লাকড়া এর সঞ্চালনায় এ সভায় বক্তারা পীরগঞ্জের বাল্য বিবাহ ও শিশু শ্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ সব প্রতিরোধে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান।

পীরগঞ্জ,মতবিনিময় সভা,ওয়ার্ল্ড ভিশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত