ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন

কিশোরগঞ্জে সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন

সুদানে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত সেনাবাহিনীর মেস ওয়েটার কিশোরগঞ্জের জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন হয়েছে।

আজ রবিবার সন্ধ্যায় জেলার পাকুন্দিয়া উপজেলার তার নিজ গ্রাম তারাকান্দিতে তাকে দাফন করা হয়।

এর আগে, বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে জাহাঙ্গীর আলমের মরদেহ পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনা হয়। পরে সড়ক পথে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি তারাকান্দিতে। সেখানে জানাজা শেষে দাফনের মাধ্যমে তাকে শেষ বিদায় জানানো হয়।

২০১৪ সালের অক্টোবর মাসে জাহাঙ্গীর আলম সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য চলতি বছরের ৭ নভেম্বর তিনি সুদানের আবেই শহরে যান।

জাহাঙ্গীর আলম তারাকান্দি গ্রামের হযরত আলীর ছেলে। তিন ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর ছিলেন মেঝ। বড় ভাই মো. মোস্তফা প্রবাসী এবং ছোট ভাই মো. শাহিন মিয়া কৃষিকাজ করেন।

পরিবারে বাবা-মা, দুই ভাই, স্ত্রী রুবাইয়া আক্তার ও তিন বছর বয়সী একমাত্র ছেলে ইরফানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন জাহাঙ্গীর আলম। তাকে না ফেরার দেশে বিদায় জানিয়ে শোকে স্তব্ধ স্বজন ও এলাকাবাসী।

নিহতের বাবা মো. হযরত আলী বলেন, তার অন্য এক ছেলেকে যেন সেনাবাহিনীতে চাকরি দেওয়া হয়।

দাফন সম্পন্ন,সেনাসদস্য জাহাঙ্গীর আলম,কিশোরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত