ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ১

নারায়ণগঞ্জে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ১

নারায়ণগঞ্জে নিখোঁজের ১ দিন পর আলিফা (১১) নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত স্কুল ছাত্রী আলিফা ওই এলাকার জামান মিয়ার বাড়ির ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক মোহাম্মদ আলী ও নাসিমা বেগমের মেয়ে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে কাউছার (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত কাউছার উল্লেখিত এলাকার মানিক চাঁনের ছেলে।

এদিকে এ ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মো. ইমরান আহম্মেদ (পিপিএম) ও বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিনসহ বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিহতের পারিবারিক সূত্র জানায়, শিশু আলিফা স্থানীয় দড়ি সোনাকান্দা মিফতাহুল উলূম মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। গত শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় একটি খালি বস্তা দিয়ে প্রতিবেশী তারা মিয়ার বাড়িতে মেয়ে আলিফাকে পাঠানো হয়। তারপর থেকে সে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়ে। সোমবার ভোরে লোকমুখে জানতে পেয়ে পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে তার মরদেহ পড়ে আছে। পরে তারা মরদেহ শনাক্ত করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে। সেই সাথে পুলিশি তদন্ত অব্যাহত আছে।

নারায়ণগঞ্জ,নিখোঁজ,শিক্ষার্থী,মরদেহ উদ্ধার,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত