ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে বিএনপি নেতা হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার

ঈশ্বরদীতে বিএনপি নেতা হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে জমির মাটি কাটা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে সংঘটিত চাঞ্চল্যকর বিএনপি নেতা বিরু মোল্লা হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. জহুরুল মোল্লা (৫২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২২ ডিসেম্বর) ভোরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রঘুনাথপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিরু মোল্লা হত্যাকাণ্ডের প্রধান আসামি জহুরুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

নিহত বিরু মোল্লা ঈশ্বরদীর লক্ষিকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের অনুসারী ছিলেন।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর মোল্লাপাড়া এলাকায় জমির মাটি কাটা নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে বিরু মোল্লা (৬৫)-কে গুলি করে হত্যা করা হয়। সংঘটিত এই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। নিহত বিরু মোল্লা ও জহুরুল মোল্লা সম্পর্কে আপন চাচাতো ভাই।

এ ঘটনায় নিহত বিরু মোল্লার ছেলে মো. রাজিব আহম্মেদ (৩১) বাদী হয়ে চারজনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ঈশ্বরদী থানায় নথিভুক্ত হয় ১৮ ডিসেম্বর ২০২৫।

ঘটনার পর থেকেই র‍্যাব আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ (এটিসি), র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার, র‍্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মমিনুর রহমানের যৌথ নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে সোমবার সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রঘুনাথপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. জহুরুল মোল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে বলে র‍্যাব সূত্রে জানানো হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, বিএনপি নেতা হত্যাকাণ্ডের প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে বলে র‍্যাব সূত্র জানিয়েছে। আমাদের কাছে হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলহাজতে প্রেরণ করা হবে।

ঈশ্বরদী,বিএনপি নেতা,হত্যাকাণ্ড,প্রধান আসামি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত