
বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতের মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান ফারুক। সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা-সহ প্রশাসনের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা ও কর্মচারীরা।