ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ব্যবসায়ীর বাড়ি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ব্যবসায়ীর বাড়ি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

মালিকানা নিয়ে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ শহরের রামকৃষ্টপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের পিটিয়ে বাড়ি থেকে নগদ টাকা, গহনাসহ বিভিন্ন মালামাল লুট করেছে বলেও অভিযোগ ওই ব্যবসায়ীর।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বাতেনখাঁর মোড়ে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অফিসে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ব্যবসায়ী মো. আকতারুল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছরের আগস্ট মাসে চাঁপাইনবাবগঞ্জ শহরের রামকৃষ্টপুর এলাকায় বসতবাড়িসহ প্রায় ২ কাঠা জমি কেনেন তিনি। চরজোতপ্রতাপ মৌজার আরএস দাগ ৯৩৩ ও ৯৩৫ নম্বর দাগের বাড়িটি কেনার পর পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করেন। কিন্তু অন্যায়ভাবে ওই বাড়ি ও দোকানঘর দখলের জন্য একটি মহল নানা রকম ষড়যন্ত্র শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর সন্ত্রাসী বাহিনী নিয়ে বসতবাড়ি ও দোকানঘর দখল করতে আসে। সে সময় তারা ওই ব্যবসায়ীর স্ত্রী মোসা. ফাহমিদা সুলতানাকে বেধড়ক মারপিট করে ঘরে থাকা ৮ লাখ ৬৪ হাজার টাকা ও স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়। মারধরের পাশাপাশি শ্লীলতাহানিও করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যবসায়ী আকতারুলের অভিযোগ, জমির প্রকৃত মালিক মৃত মেহেদী হাসানের মা ও প্রথম স্ত্রীর দুই সন্তানের কাছ থেকে কিনে নিলেও দ্বিতীয় স্ত্রী ফাতেমা খাতুন পুরোটাই নিজের বলে দাবি করে এই লুটপাট ও মারধরের ঘটনা ঘটিয়েছে। ফাতেমার বাবা শওকত আলী, ভাই সাহাদাত হোসেন, শামীম ও সন্ত্রাসী মুন্না, হাসিব, হোসেন, হাসান, ইব্রাহিম, ফারুক, আলামিন, ইসরাক ও বিপ্লব মারধর, হামলা ও লুটপাট চালিয়েছে। এ ঘটনায় আদালতে মামলা করলে আবারও সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি হত্যাচেষ্টা, হামলা ও লুটপাটের ঘটনায় ন্যায় বিচার চাই। আমি এবং আমার পরিবারের জীবনের নিরাপত্তা চাই।

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, এ ঘটনায় মামলা করতে গেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। আমি আদালতে মামলা করেছি।

সংবাদ সম্মেলনে আকতারুলের স্ত্রী ফাহমিদা খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম জানান, আমলযোগ্য অপরাধ সংঘটিত হলে মামলা নিয়ে থাকি। তবে কেউ চাইলে স্বেচ্ছায় আদালতে যেতে পারেন। আর আদালতে মামলা হয়ে থাকলে তদন্তের জন্য তা আমাদের কাছে আসবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্যবসায়ী,বাড়ি দখল,সংবাদ সম্মেলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত