ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে ২০ লাখের বেশি নতুন বই পেল শিক্ষার্থীরা

রংপুরে ২০ লাখের বেশি নতুন বই পেল শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিনে রংপুর জেলার আটটি উপজেলায় ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এবার জেলায় মোট ২০ লাখ ৪৯ হাজার ৭৭৬টি বই বিতরণ করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার পাঠ্যপুস্তক বিতরণে শীর্ষে রয়েছে রংপুর সদর উপজেলা, যেখানে ৫ লাখ ৫৫ হাজার বই দেওয়া হয়েছে। মিঠাপুকুর উপজেলায় ৪ লাখ ৬ হাজার ৮২৪টি এবং পীরগঞ্জ উপজেলায় ২ লাখ ৪৩ হাজার ৩০৩টি বই বিতরণ করা হয়েছে।

এছাড়া বদরগঞ্জ উপজেলায় ১ লাখ ৯৮ হাজার ৯০০টি, পীরগাছায় ১ লাখ ৮৯ হাজার ৯০০টি করে এবং গংগাচড়ায় ১ লাখ ৮৮ হাজার ৩১০টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। কাউনিয়া ও তারাগঞ্জ উপজেলায় যথাক্রমে ১ লাখ ৪৮ হাজার ৯৩২টি এবং ১ লাখ ১৪ হাজার ৬০৭টি বই বিতরণ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, বিতরণকৃত মোট বইয়ের মধ্যে ইংরেজি ভার্সনের চার হাজার বই অন্তর্ভুক্ত রয়েছে।

রংপুর,নতুন বই,শিক্ষার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত