ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে ধর্ষণের পর কিশোরীর মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজারে ধর্ষণের পর কিশোরীর মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজারে ধর্ষণের শিকার হয়ে ১৩ বছর বয়সী মাদরাসা পড়ুয়া এক কিশোরীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার মডেল থানা পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে হৃদয় হাসান বাবু (২২) নামের ঐ তরুণকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া সেলের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, গ্রেপ্তারকৃত বাবু ঘটনার মূলহোতা এবং আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি।

নিহত কিশোরীর পরিবার জানায়, কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সেই কিশোরীর মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, তারা যে ভাড়া বাসায় থাকতো সেই বাড়ির মালিকের সাথে কথা কাটাকাটি হলে গত ২২ ডিসেম্বর নিহত কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় শহরের সাহিত্যকাপল্লীর বাসিন্দা হৃদয় হাসান বাবু, নায়েমসহ কয়েকজন। পরে নায়েমের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ, পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে ৫ দিন পর সে মারা যায়।’

এই ঘটনায় রেকর্ড হওয়া ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় প্রধান আসামি বাবুসহ রোকেয়া নামের আরো এক নারীকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, চাঞ্চল্যকর এই ঘটনা জোরালোভাবে খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার দুপুরে যোগাযোগ করা হলে মামলা তদন্তকারী কর্মকর্তা, কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ বড়ুয়া বলেন, আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

কক্সবাজার,ধর্ষণ,কিশোরীর মৃত্যু,প্রধান আসামি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত