ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে জমি দখল নিয়ে হামলা, নারীসহ আহত ৯

সিরাজগঞ্জে জমি দখল নিয়ে হামলা, নারীসহ আহত ৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শ্যামনাই দূর্গাপুর গ্রামের বিবদমান জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার ঘটনায় নারীসহ কমপক্ষে নয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সলঙ্গা থানার ওসি ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই উপজেলার শ্যামনাই মৌজার ৩০ শতক জমি নিয়ে আয়নুল মাস্টারের সাথে আব্দুর রাজ্জাক সেখের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিলো দীর্ঘদিন ধরে। এরই জের ধরে বুধবার বিকেলের দিকে আব্দুর রাজ্জাকের পক্ষ ওই বিবদমান জমির আইল কেটে দখল নিতে আসে। এতে আয়নুল মাস্টার গং বাধা দিলে বাগ্‌বিতণ্ডা হয়। তারা আয়নুলের পক্ষের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে নারীসহ কমপক্ষে নয়জন আহত হন। এদের মধ্যে আয়নুল মাস্টার (৬১), হারুনর রশিদকে (৫৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,জমি দখল,হামলা,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত