ঢাকা রোববার, ০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শেরপুরে ‘রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র কম্বল বিতরণ কর্মসূচি

শেরপুরে ‘রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র কম্বল বিতরণ কর্মসূচি

শেরপুরে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের মাসব্যাপি কম্বল বিতরণ কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে থার্টিফাস্ট নাইট তথা ইংরেজি নববর্ষের শেষ রজনীতে আতশবাজিকে ‘না’ জানিয়ে গরিব, অসহায়, পথশিশু ও ছিন্নমূলসহ হাসপাতালে ভর্তি দরিদ্র রোগীদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নিয়েছেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের তরুণ স্বেচ্ছাসেবকরা।

‘আতশবাজি নয়, আসুন উষ্ণতা ছড়াই’ এই আহ্বানে ইংরেজি বছরের শেষ রাতে জেলা শহরের বিভিন্ন অলিগলি ঘুরে ঘুরে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন তারা।

কনকনে শীতকে উপেক্ষা করে শীতার্তদের গায়ে গরমের ছোঁয়া ছড়িয়ে দিতে রাতভর কম্বল বিতরণ কাজে যে সকল তরুণ স্বেচ্ছাসেবক অসহনীয় পরিশ্রম করেছেন, তাদের মধ্যে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু, রক্তসৈনিক শেরপুরের সভাপতি সাংবাদিক মেহেদী হাসান শামীম ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, রক্তসৈনিক শেরপুর পৌর শাখার সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রকিব আহমেদ অন্তর, রক্তসৈনিক পৌরসভার ৫নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি মোহায়মিন হাসান সাবিদ, সদস্য জিহাদ মিয়া, নাজমুল হোসেন, নির্ভীক, রাকিব ও ইমান আলীর নাম উল্লেখযোগ্য।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু বলেন, ‘আমাদের হাসি, আমাদের উৎসব, আমাদের আনন্দ যেন কোনো শিশু, বৃদ্ধ বা অসুস্থ রোগীর কষ্ট না বাড়ায় এবং কোনো প্রাণের ক্ষতির কারণ যেন না হয়—এই লক্ষ্যে আমরা নিরলস কাজ করছি। আমরা মনে করি, আমাদের আনন্দ তখনই সুন্দর ও সার্থক হয়, যখন তা অন্যের মনোকষ্টের কারণ না হয়ে বরং মানবিকতার আলো ছড়িয়ে দেয়। এই বিশ্বাসে মাসব্যাপি কম্বল বিতরণ কর্মসূচি চলছে।’

তিনি আরও বলেন, ‘এর অংশ হিসেবে ইংরেজি নববর্ষের উৎসবে আমাদের সবার প্রতিজ্ঞা—ক্ষতি নয়, সহমর্মিতা; ব্যথা নয়, ভালোবাসা ছড়াবো। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এবং কিছু প্রতিজ্ঞা মনে-প্রাণে লালন করে বরাবরের ন্যায় চলতি শীতে গরিব, অসহায়, পথশিশু ও ছিন্নমূলসহ হাসপাতালে ভর্তি দরিদ্র শীতার্তদের জন্য গরমের ছোঁয়া নিয়ে পাশে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই চেষ্টার অংশ হিসেবে রাতভর ঘুরে ঘুরে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে সামর্থ্যের তৃপ্তি অনুভব করছি।’

কম্বল অর্থায়নের বিষয় ও সহযোগিতা পৌঁছানোর অভিনব কৌশল প্রসঙ্গে আল আমিন রাজু আলাপের শেষদিকে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান, শেরপুরের মাদার তেরেসা খ্যাত জেলার স্বেচ্ছায় সর্বোচ্চ রক্তদাতা সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া’র প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এছাড়া চলমান শীতে সামর্থ্যের মধ্যে শীতার্তদের পাশে দাঁড়ানোর কারণে দেশব্যাপী রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

কম্বল বিতরণ কর্মসূচি,ফাউন্ডেশন,রক্তসৈনিক বাংলাদেশ,শেরপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত