ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে বিএনপি নেতার দাফন ও নেতৃবৃন্দের শোকপ্রকাশ

হাজীগঞ্জে বিএনপি নেতার দাফন ও নেতৃবৃন্দের শোকপ্রকাশ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মরহুম আমির হোসেন হাওলাদারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে এবং নেতৃবৃন্দ শোকপ্রকাশ করেছেন। মৃত আবুল বাসার এর পুত্র মরহুম আমির হোসেন হাওলাদার পারিবারিক সূত্রে জানায়, দীর্ঘদিন তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

শনিবার (০৩ জানুয়ারী) ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় ও দলে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, চার ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন যোহর নামাজের পর হাজীগঞ্জ ডিগ্রী কলেজ সংলগ্ন বালুর মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে সমাধি করা হয়েছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত চাঁদপুর-৫, হাজীগঞ্জ-শাহারাস্তি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মমিনুল হক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম ভুট্টো, হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এমরান হোসেনসহ অন্যান্যরা।

জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মী ও সমর্থক বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লী বৃন্দ।

নেতৃবৃন্দের শোকপ্রকাশ,বিএনপি নেতার দাফন,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত