ঢাকা রোববার, ০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে রাজবাড়ীতে বিএনপি প্রার্থীর মতবিনিময়

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে রাজবাড়ীতে বিএনপি প্রার্থীর মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের আগমন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাট সড়কে সংগঠনটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী প্রতিবন্ধী সুরক্ষা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মমতাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আরিফ।

সভায় প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের বিভিন্ন সমস্যা, চাওয়া-পাওয়া ও দাবি তুলে ধরেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। রাষ্ট্রীয়ভাবে তাদের অধিকার নিশ্চিত করা একটি নৈতিক দায়িত্ব। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আলাদা পরিকল্পনা গ্রহণ করা হবে এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মোন্নাব শেখ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মো. রফিকুল ইসলাম।

সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা শ্রমিক দল, জেলা বাস-মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি দৌলতদিয়া শাখা এবং তরুণ প্রজন্ম দল দৌলতদিয়া শাখার পক্ষ থেকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময়,বিএনপি প্রার্থী,রাজবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত