
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ (চুয়াডাঙ্গা সদর-আলমডাঙ্গা) ও চুয়াডাঙ্গা-২ (জীবননগর-দামুড়হুদা) আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার সময় চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাই শেষে চুয়াডাঙ্গা সদর-আলমডাঙ্গা আসনে মনোনয়ন দাখিল করা ৬ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ রাসেল, এনসিপির মোল্লা ফারুক এহসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহুরুল ইসলাম ও হাসানুজ্জামান সজিব এবং এবিপাটির আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন দাখিল করা ৫ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা আমির রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব, এবিপাটির আলমগীর হোসেন এবং কংগ্রেসের নুর হাকিম।