ঢাকা রোববার, ০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকায় যুবদলের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

এসময় বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এ কে এম ইরাদত মানু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতোয়ার হোসেন বাবুল, মো. শহিদুল ইসলাম, কাজী আবু সুফিয়ান বিপ্লব, পৌরসভার সদস্য সচিব মাহবুব আলম স্বপন, যুবদলের সাবেক সদস্য সচিব মাসুদ রানা, শহর যুবদলের আহ্বায়ক এনামুল হক প্রমুখ।

মাগফেরাত কামনায় দোয়া,বেগম খালেদা জিয়া,মুন্সীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত