
আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ৫ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়।
শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় নরসিংদী-১ (সদর) আসনে গণঅধিকারের প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তার, ইসলামী ফ্রন্টের সাখাওয়াত হোসেন এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, স্বতন্ত্র প্রার্থী গোলাপ হোসেন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমানের প্রার্থিতা স্থগিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনোয়ার হোসেন।
স্থগিত হওয়া প্রার্থীরা জানান, শর্ত পূরণে প্রয়োজনীয় কাজ তারা করছেন।