
পাবনার ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান।
আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, উপজেলা বিআরডিপি কর্মকর্তা রাজিবুল হাসান, উপজেলা সহকারি সমাজসেবা কর্মকর্তা এনি বড়ুয়া এবং ঈশ্বরদী প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি মো. সানোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ইমাম, মানবাধিকার কর্মী, সমাজকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় ঈশ্বরদীতেও উদযাপিত হচ্ছে জাতীয় সমাজসেবা দিবস।
সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী, বয়স্ক ভাতা, বিধবা নারীদের ভাতা এবং বিনা সুদে ঋণ প্রদান করা হয়।
ভাতা ভোগী মানুষরা কিছুটা হলেও উপকৃত হচ্ছেন। বিনা সুদে ঋণ নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছেন।