অনলাইন সংস্করণ
১৯:৫১, ০৫ জানুয়ারি, ২০২৬
নিউইয়র্কের আদালতের কাছের একটি হেলিপোর্টে নিকোলা মাদুরোকে বহনকারী একটি হেলিকপ্টার অবতরণ করেছে। তাকে ওই আদালতে হাজির করার কথা রয়েছে।
সোমবার কিছুক্ষণ আগে মাদুরো হেলিকপ্টারে তোলা হয়। তখন তার পরনে ছিল বাদামি রঙের পোশাক এবং উজ্জ্বল কমলা রঙের জুতা। অবতরণের পর তাকে বিশেষ পাহারায় একটি ভ্যানে তুলে নেওয়া হয়।
সেখান থেকে মাদুরোকে নিয়ে আদালতের উদ্দেশে যাত্রা করার কথা।
গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।
ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে। এ নিয়ে ভেনেজুয়েলার ওপর নানারকম চাপ প্রয়োগের পর মার্কিন এই অভিযানের ঘটনা ঘটল।
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ ক্ষমতা হস্তান্তরের সময় ওয়াশিংটনের সাথে "ভারসাম্যপূর্ণ এবং শ্রদ্ধাশীল" সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন।
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য জানান।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, নীতি নির্ধারণ বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে।