ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলায় নতুন টিম ঘোষণা

সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলায় নতুন টিম ঘোষণা

স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশ-এর চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন টিম ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত এই টিমের মাধ্যমে জেলায় সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নবগঠিত টিমে ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাহাবুব ইসলাম আকাশ। তিনি জেলার সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

ইভেন্ট ও প্রোগ্রাম ফোকাল হিসেবে দায়িত্ব পালন করবেন মোছাঃ নুসরাত জাহান রোজা ও মোঃ মাসুদ মৃধা। বিভিন্ন সামাজিক কর্মসূচি ও স্বেচ্ছাসেবামূলক ইভেন্ট বাস্তবায়নে তারা নেতৃত্ব দেবেন।

কমিউনিটি এনগেজমেন্ট ফোকাল হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাহিন বিল্লাহ ও নুসরাত জাহান মাউলি। কমিউনিটির সঙ্গে সংযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার কাজ করবেন তারা।

মিডিয়া ও আউটরিচ ফোকাল হিসেবে দায়িত্ব পালন করবেন সুমন সরকার ও মোঃ জাহিদুর রহমান। সংগঠনের কার্যক্রম প্রচার ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব তাদের ওপর ন্যস্ত করা হয়েছে।

এছাড়া জেন্ডার ইনক্লুশন ও ইয়ুথ এনগেজমেন্ট ফোকাল হিসেবে দায়িত্ব পেয়েছেন নিতু ইসলাম। তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং জেন্ডার সমতা নিশ্চিত করতে তিনি কাজ করবেন।

একই সঙ্গে চুয়াডাঙ্গা জেলায় সংগঠনের কার্যক্রম বাস্তবায়নে সহায়তার জন্য কোর সংযোগ ভলেন্টিয়ার্স হিসেবে যুক্ত হয়েছেন মোঃ পলাশ হোসেন, মোছাঃ মুক্তা পারভীন, মোঃ ফাহমিদ ফারুক, সাবিকা ইয়াসমিন শোভা, আহামেদ ফায়েক, মোঃ তানজির হাসান, ফাবিয়া ফারজানা ইসলাম, মোঃ তাসলিম আল মাহমুদ, মোঃ সাদী হাসান, মোঃ শাহীন শার্কার, প্রজ্ঞা ফারিবা হক, মোঃ মেজবাউর রহমান রণক, মোঃ আব্দুল মান্নান, জেড এম জেড জুনাহিদুর রহমান, মোঃ সিয়াম আলী, মোঃ জাহিদুর রহমান, আজমাইন শাদিক আরাফ, ইবনে ইউসুফ আল সাফিন, নিতু ইসলাম, মোঃ জাভেদ ওমর, জারিন তাসনিম বন্না, মোঃ হামিদ উদ্দিন, মোঃ মাসুম বিল্লাহ ও মোঃ শাহরুক খান।

সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশ-এর চুয়াডাঙ্গা জেলার নবগঠিত এই টিমের মাধ্যমে ভবিষ্যতে মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকরভাবে পরিচালিত হবে বলে প্রত্যাশা করছে সচেতন মহল।

নতুন টিম ঘোষণা,চুয়াডাঙ্গা জেলা,সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত