
আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীতা চূড়ান্তকালে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
রোববার (৪ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন— বিএনপি নেতা আলী আব্বাস ও গণ অধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান।
রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, আলী আব্বাস নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে পরিচয় দিলেও দলীয়ভাবে তার কোনো মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। পাশাপাশি তিনি নিজেই নিজের প্রস্তাবকারী হওয়ায় তা বিধিসম্মত নয় বিধায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে, গণ অধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে সংক্ষুব্ধ প্রার্থীরা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন— বিএনপির সরওয়ার জামাল নিজাম, জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেজাউল মোস্তফা, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান এবং জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৫টিতে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বাকি একটি আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।