ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সীমান্তের দুর্গম এলাকায় বিজিবির শীতবস্ত্র বিতরণ

সীমান্তের দুর্গম এলাকায় বিজিবির শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের দুর্গম এলাকার শীতার্ত ও নিম্নআয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ফতেপুর বিওপির দায়িত্বপূর্ণ কুকড়িপাড়া গ্রামে বিজিবি রাজশাহী সেক্টর ও চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০০ নিম্নআয়ের মানুষের হাতে কম্বল তুলে দেন বিজিবির রাজশাহী সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমানসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

শীতবস্ত্র বিতরণের আগে কর্নেল সৈয়দ কামাল হোসেন বলেন, বিজিবি সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা ও চোরাচালান রোধের পাশাপাশি সবসময় সাধারণ মানুষের সামাজিক কল্যাণে কাজ করে থাকে। ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এই মূলনীতি বাস্তবায়নে বাহিনীর প্রতিটি সদস্য দৃঢ়ভাবে দায়বদ্ধ।

তিনি আরও বলেন, শীতকালীন এই সহায়তা প্রদানের মূল উদ্দেশ্য হল সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের কষ্ট লাঘব করা এবং তাদের সাথে বিজিবি’র বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা। আর্তমানবতার সেবায় বিজিবির এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

সীমান্ত,বিজিবি,শীতবস্ত্র বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত