
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাটিভর্তি ট্রাক্টরের ধাক্কায় মিলন হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার খাসপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন হোসেন শিবগঞ্জ উপজেলার ধুমানীনগর গ্রামের বিকল হোসেন মিন্টুর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মিলন হোসেন শিবগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে ভোলাহাটের দিকে রওনা দেন। পথে খাসপাড়া মোড়ে পৌঁছালে রাস্তায় পড়ে থাকা কাঁদা-মাটিতে মোটরসাইকেলের চাকা পিছলে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটিভর্তি ট্রাক্টর তাকে সরাসরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, দুর্ঘটনার পরপরই অভিযান চালিয়ে ট্রাক্টর চালক জুয়েল রানাকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এ ঘটনায় ভোলাহাট থানায় একটি মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।