ঢাকা সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রাষ্ট্রের উন্নয়ন নিশ্চিত করতে গুণগত শিক্ষা ব্যবস্থা অপরিহার্য: চসিক মেয়র

রাষ্ট্রের উন্নয়ন নিশ্চিত করতে গুণগত শিক্ষা ব্যবস্থা অপরিহার্য: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, রাষ্ট্রের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষার পরিমাণগত বিস্তারের পাশাপাশি গুণগত মান নিশ্চিত করা অত্যাবশ্যক। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারলে প্রকৃত শিক্ষা উন্নয়ন সম্ভব নয়।

রোববার (১১ জানুয়ারি) সকালে নগরীর মুরাদপুর মির্জারপুল এলাকায় অবস্থিত দ্যা উমর (রাঃ) একাডেমি–এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে দেশে শিক্ষার হার কিছুটা বৃদ্ধি পেলেও শিক্ষার গুণগত মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। রাজনৈতিক বিবেচনা ও আত্মীয়করণের কারণে মেধাবীরা যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে সমাজে বৈষম্য ও হতাশার সৃষ্টি হয়েছে, যা শেষ পর্যন্ত জুলাই আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পথ তৈরি করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নের পাশাপাশি নতুন শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো গুণগত শিক্ষা প্রদানে সক্ষম কিনা— তা যাচাই করেই অনুমোদন দেওয়া প্রয়োজন।

শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে মেয়র বলেন, শুধু পুথিগত বিদ্যা নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। গুণগত ও নৈতিক শিক্ষা ছাড়া চট্টগ্রাম শহরসহ সারা দেশের টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল ড. এম. শাহজাহান (অব.)। তিনি জাতি গঠনে মূল্যবোধভিত্তিক শিক্ষার অপরিহার্যতার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আব্দুল কাদের। তিনি ইসলামী ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের চরিত্র গঠনের গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেলোয়ার হোসাইন আনসারী।

মুহম্মদ ফরহাদ উদ্দিনের সভাপতিত্বে সঞ্চালনা করেন একাডেমির ডিরেক্টর মোহাম্মদ আজিজুল হক মাসুম।

এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমির প্রিন্সিপাল ফারহানা আফরোজ, পরিচালক হাফিজ হাবিবুর রহমান, লুতফুন্নেসা চৌধুরী, শারমিন আন্নি, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মোহাম্মদ মিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে চিত্রশিল্পী কাজী মনসুর, চিত্রশিল্পী মাসুদ, সাংবাদিক ইসমাইল হোসেন, মাহবুব সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে একাডেমির উত্তরোত্তর উন্নতি এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক জীবন গঠনের জন্য দোয়া করা হয়।

উন্নয়ন,শিক্ষা ব্যবস্থা,চসিক মেয়র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত