
নোয়াখালী-২ সেনবাগ–সোনাইমুড়ী আসনে জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে মনোনীত প্রার্থী এনসিপির সুলতান জাকারিয়াকে প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামীর নিজস্ব প্রার্থী মনোনয়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের সাধারণ ভোটাররা।
সোমবার দুপুরে সেনবাগ উপজেলার সেনবাগ রাস্তার মাথায় নোয়াখালী-২ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, জামায়াতে ইসলামী জোট থেকে ঘোষিত এনসিপির প্রার্থী সুলতান জাকারিয়ার সঙ্গে এলাকার সাধারণ মানুষের কোনো পরিচয় বা সম্পৃক্ততা নেই। তাকে কেউ চেনেন না এবং তিনি কোনো ধরনের জনসংযোগও করেননি। ফলে তাকে তারা প্রার্থী হিসেবে মেনে নিতে রাজি নন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, জনসমর্থনহীন প্রার্থী চাপিয়ে দিলে তারা ভোটকেন্দ্রে যাবেন না। নোয়াখালী-২ আসনে জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সাইয়েদ আহম্মদ দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে কাজ করে যাচ্ছেন। তাকেই তারা দাড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী হিসেবে দেখতে চান।
তারা আরও বলেন, যদি জামায়াতের জোট থেকে মাওলানা সাইয়েদ আহম্মদকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে সাধারণ ভোটাররা নির্বাচন বর্জন করবেন।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকায় এলাকায় সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন এবং দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।