
কক্সবাজারের রামুতে পুলিশের অভিযানে রাইফেলের গুলি ও শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ সময় একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে নুর মোহাম্মদ ওরফে কালু চৌকিদারের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের ভেতরে ধানের বস্তার মধ্যে লুকানো অবস্থায় ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ৩টি শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়। এসময় নুর মোহাম্মদ ওরফে কালু চৌকিদারকে গ্রেপ্তার করা হয়।
ওসি মনিরুল আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর মোহাম্মদ গুলি ও কার্তুজ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। তিনি একজন দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এবং পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।