ঢাকা রোববার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

খালে ভাসমান ড্রাম থেকে অটো চালকের মরদেহ উদ্ধার

খালে ভাসমান ড্রাম থেকে অটো চালকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে মোহাম্মাদ আলী (৩২) নামে এক আটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের বেশকিছু চিহ্ন রয়েছে।

নিহত মোহাম্মাদ আলী ভোলার চরফ্যাশনের সাহাবুদ্দিনের ছেলে। সিদ্ধিরগঞ্জে উত্তর আজিবপুরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার মরদেহটি প্রথমে অজ্ঞাত অবস্থায় উদ্বার করা হয়। পরে পুলিশ মরদেহের আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করে।

পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে হত্যার পর রাতের কোনো এক সময় ড্রামের ভেতর মরদেহ ভরে খালে ফেলা হয়েছে। রোববার সকাল ৮টার দিকে নাসিক ৭নং ওয়ার্ডের গোদনাইল নয়াপাড়া হৃদয়মনি স্কুল সংলগ্ন একটি খালে ওই ড্রামটি ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের।

পরে তারা পুলিশে খবর দিলে ড্রামটি তীরে এনে খুলে এর ভেতর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ড্রামটির ভেতর একটি রশি ছিল। লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের স্বজনরা ছুটে আসেন।

নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিকী বলেন, গত শুক্রবার সকালে উত্তর আজিবপুরের একটি গ্যরেজ থেকে অটো রিকশা নিয়ে বের হওয়ার পর মোহাম্মাদ আলী আর বাসায় ফেরেননি।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

নারায়ণগঞ্জ,ড্রাম,অটো চালক,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত