অনলাইন সংস্করণ
১৮:৪৫, ১৮ জানুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২টি আসনে হাতপাখা না থাকায় এসব আসনে ফ্যাসিবাদবিরোধী শক্তির সৎ ও দক্ষ প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।
বিবৃতিতে তিনি বলেন, রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে। বাকি ৩২ আসনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেয়া হবে।
গাজী আতাউর রহমান বলেন, ২০ জানুয়ারির পরে প্রচারণা শুরু হলে আলাপ-আলোচনার মাধ্যমে হাতপাখা যেসব আসনে থাকবে না, সেই ৩২ আসনের সমর্থন ঘোষণা করা হবে। বিষয়টি নিয়ে আমরা আপাতত ভাবছি না। সময় আসলে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনি জোট থেকে বেরিয়ে সম্প্রতি এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই ঘোষণার পর সবশেষ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে দু’একদিনের মধ্যে ফাঁকা থাকা ৪৭টি আসনে ১০ দলের প্রার্থিতা চূড়ান্ত করার কথা জানিয়েছে জামায়াত। এই অবস্থার মধ্যেই যেসব আসনে হাতপাখার প্রার্থী নেই, সেসব আসনের ব্যাপারে নিজেদের সিদ্ধান্তের কথা জানাল ইসলামী আন্দোলন বাংলাদেশ।