ঢাকা সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে পেট্রোল পাম্প কর্মী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে পেট্রোল পাম্প কর্মী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় পেট্রোল পাম্প কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি আবুল হাসেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেন সরদারের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সড়কে জেলা শ্রমিকদলের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল গফুর মণ্ডল এবং সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

বক্তারা বলেন, তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় একজন নিরীহ পাম্প কর্মীকে নির্মমভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত নৃশংস ও অমানবিক। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

তারা দ্রুত ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে আবুল হাসেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেন সরদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং প্রয়োজনে রাজবাড়ী অচল করে দেওয়া হবে।

মানববন্ধন,বিচার দাবি,রাজবাড়ী,পেট্রোল পাম্প কর্মী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত