
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সলংগা থানার পল্লী বিদ্যুৎ বিভাগের লাইন লেবার রেজাউল করিমের (৩০) মৃত্যু হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে সলংগা থানা এলাকার চৌবিলায় এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল একই এলাকার চোরিয়া উজিরপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
সলংগা থানার ওসি মনোজিত কুমার নন্দি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই যুবক দীর্ঘদিন ধরে স্থানীয় পল্লী বিদ্যুৎ বিভাগের লাইন লেবার হিসেবে কাজ করতেন। রোববার দুপুরের দিকে সলংগা থানা এলাকার চৌবিলায় বিদ্যুৎ লাইনে কাজ করছিলেন তিনি। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।