ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না: হামিদুর রহমান

আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না: হামিদুর রহমান

জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, অহরহ আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। অদৃশ্য কারণে প্রশাসন আইনের প্রয়োগ ঘটাচ্ছে না। এতে করে প্রশাসন নিরপেক্ষ কিনা প্রশ্নের তৈরি হয়েছে। আমরা আইনের কার্যকর দেখতে চাই। সমতল ভূমি না হলে সুষ্ঠু নির্বাচনের বাধা তৈরি হতে পারে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কক্সবাজার জামায়াতে ইসলামী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, উপকূলীয় জলদস্যুদের গ্রেপ্তার করা না হলে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের কিছু চিহ্নিত মানুষকে কিছু কিছু প্রার্থীর সাথে দেখা যাচ্ছে। প্রশাসনের কিছু কর্মকর্তা খোলস পাল্টে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা আমির মোস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমির এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, কক্সবাজার-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুর, আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম।

আচরণবিধি লঙ্ঘন,প্রশাসন,আজাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত