ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে ভূমি কর্মকর্তাদের মানববন্ধন ও স্মারকলিপি

রাজবাড়ীতে ভূমি কর্মকর্তাদের মানববন্ধন ও স্মারকলিপি

নিয়োগ, পদোন্নতি, বেতন নির্ধারণ জটিলতা ও বেতন বৈষম্য দূরীকরণসহ ছয় দফা দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, রাজবাড়ী জেলা কমিটি।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপসহকারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউনুছ আলী মুন্সী, সহ-সভাপতি প্রণয় কুমার বাকচি এবং রেজা মো. ইলিয়াস কবীর।

বক্তারা বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে ভূমি কর্মকর্তারা নিয়মিতভাবে অসাধু মহলের হয়রানিমূলক ফৌজদারি মামলার শিকার হচ্ছেন। ভূমি সংক্রান্ত বিরোধে দলিলের সঠিকতা যাচাই ও নিরূপণের সক্ষমতা না থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হচ্ছে, যা তাদের পেশাগত নিরাপত্তা ও স্বাভাবিক দায়িত্ব পালনে মারাত্মক বাধা সৃষ্টি করছে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ ও পদোন্নতির জটিলতা, বেতন নির্ধারণে বৈষম্য এবং অতিরিক্ত ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের পরও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন ভূমি কর্মকর্তারা।

এসব সমস্যা দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

দাবিসমূহ হল— ভূমি সংক্রান্ত বিরোধে অসাধু মহল কর্তৃক দায়ের করা হয়রানিমূলক ফৌজদারি মামলা থেকে ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপসহকারী কর্মকর্তাদের দায়মুক্তি দিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা, নিয়োগ বিধি অনুযায়ী ৪০ ও ৪১তম বিসিএস (নন-ক্যাডার) থেকে ভূমি উপসহকারী কর্মকর্তা পদে নিয়োগের ধারাবাহিকতা বজায় রেখে শূন্যপদে দ্রুত নিয়োগ প্রদান, ভূমি সহকারী কর্মকর্তার পদ ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ, ভূমি উপসহকারী কর্মকর্তার পদ ১২তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীতকরণ, নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা ও দীর্ঘসূত্রতা নিরসন, বেতন নির্ধারণ জটিলতা ও বেতন বৈষম্য দূরীকরণসহ মাঠপর্যায়ের ঝুঁকি ও অতিরিক্ত দায়িত্ব বিবেচনায় বিশেষ ভাতা বা ঝুঁকি ভাতা প্রদান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন গাঙ্গুলি, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ শহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তারা।

মানববন্ধন শেষে ভূমি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ের ফ্রন্ট ডেস্কে গিয়ে সিনিয়র সচিব বরাবর ছয় দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।

রাজবাড়ী,ভূমি কর্মকর্তা,মানববন্ধন,স্মারকলিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত